পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের ৬ ড্রাম তার সহ ২ জন চোর আটক।

পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের ৬ ড্রাম তার সহ ২ জন চোর  আটক।
আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পল্লী বিদ্যুতের ৬ ড্রাম ডি-২৮,( ৪৭৭) নামের তার চুরির খবর জানা গেছে গেছে। ৬ আগস্ট মঙ্গলবার আনুমানিক রাত্র ৯:০০ ঘটিকার সময় ৬ ড্রাম ডি-২৮,(৪৭৭) নামের তার ভর্তি ট্রাকটি পটুয়াখালী গাবুয়া ব্রিজের ডালে বসে পল্লী বিদ্যুতের ঠিকাদারঃ মোঃআসাদ মৃধা খবর পেয়ে সত্যায়িত করার জন্য গাড়িটিকে থামিয়ে দেখে ট্রাকটিতে ৬ ড্রাম তার ভর্তি আছে, পরে ট্রাকটি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ এ এনে হস্তান্তর করা হয়। জানা গেছে, বেতাগী নতুন লাইন সার্ভিস দেওয়ার জন্য ১২ ড্রাম তার পাঠানোর কথা ছিল কিন্তু সেখানে পাঠিয়েছেন ৬ ড্রাম তার। বাকি ৬ ড্রাম তার কৌশলে ট্রাক ড্রাইভার কে পটিয়ে ৪০ হাজার টাকা দিবে বলে ভাড়া করে কিন্তু তিনি সন্দেহজনক মনে করে পটুয়াখালী পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে ফোন দিয়ে জানান , (রানা ট্রেডার্স) নামের লাইসেন্সের একজন প্রতিনিধি ৬ ড্রাম তার বেতাগী পাঠানোর কথা বলে আমাকে ঢাকা নবীনগর পৌছিয়ে দিতে বলেন। পরে এ ঘটনার প্রেক্ষিতে, তার ভর্তি ট্রাকটিকে গাবুয়া ব্রিজের ঢালে ধরে, এ ব্যাপারে পটুয়াখালী পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাতে তার ভর্তি ট্রাকটিকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ এ আনা হয়েছে এবং (রানা ট্রেডার্স )টাঙ্গাইলের প্রতিনিধি মোঃ ইমরান হোসেন(২৫) গ্রাম বেতাগী কাউনিয়া, মেহেদী হাসান (২৩) কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পল্লী বিদ্যুতের লাইসেন্স (রানা ট্রেডার্স) এর প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ও মেহেদী হাসানের বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে।